× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ঘূর্ণিঝড় রিমাল: শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে ফেরি চলাচল বন্ধ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৬ মে ২০২৪, ২৩:৫৮ পিএম । আপডেটঃ ২৬ মে ২০২৪, ২৩:৫৯ পিএম

ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় রিমালের কারণে শরীয়তপুর-চাঁদপুর নৌরুটে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখা হয়েছে। রোববার (২৭ মে) সকালে শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। বিআইডব্লিউটিসি ও ঘাট কর্তৃপক্ষ জানায়, ঘূর্ণিঝড় রিমালের কারণে চাঁদপুর জেলার অদূরবর্তী দ্বীপ ও চরসমূহকে ৯ নম্বর মহাবিপদ সংকেতের আওতাধীন করা হয়েছে। সৃষ্ট এই ঘূর্ণিঝড়ে নদীপথে দুর্ঘটনা এড়াতে রোববার বিকেল সাড়ে ৩টার পর থেকে নরসিংহপুর ফেরিঘাট থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে।

শরীয়তপুরের নরসিংহপুর ফেরিঘাটের সহ-ব্যবস্থাপক মো. ইকবাল হোসেন বলেন, ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে বিকেল সাড়ে ৩টা থেকে শরীয়তপুর-চাঁদপুর নৌপথে ফেরি চলাচল বন্ধ রয়েছে। ঘূর্ণিঝড় রেমালের প্রভাব কমে গেলে আবার স্বাভাবিকভাবে ফেরি চলাচল করবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.