গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগের কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটি।
শনিবার (২৫ মে) দুপুরে কৃষি ও সমবায় বিষয়ক উপ-কমিটির সদস্য সচিব ফরিদুন্নাহার লাইলী এমপি নেতৃত্বে কমিটির সদস্যরা সমাধি সৌধ বেদিতে পুষ্পস্তবক অর্পণ করে বঙ্গবন্ধুর প্রতি গভীর শ্রদ্ধা জানান। পরে বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন।
এ সময় কমিটির সদস্য প্রফেসর ড. শামসুদ্দিন আহমেদ, প্রফেসর ড. জান্নাতুল ফেরদৌস, আতিকুর রহমান আতিক, সরদার মাহামুদ হাসান রুবেল, ডা. আফরোজা আক্তার লাকি, মনসুর হোসেন, নির্মল কুমার, ব্যারিস্টার মো. আনোয়ার হোসেন, সুমন কান্তি বাড়ই রনি, ড. মিথুন মোস্তাফিজ, কৃষিবিদ মো. বশিরুল ইসলাম, মো. জহিরুল ইসলাম, এ কে এম ওবায়দুর রহমান, ওয়াহিদুজ্জামান মিন্টু, নিতীশ সরকার, প্রকৌশলী আওয়াল হোসেন, রোমান আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।