রাজধানীর মগবাজার এলাকার দিলু রোডে ফুটপাত থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আঙুলের ছাপের মাধ্যমে জানা যায়, তার নাম দুলাল (৩০)।
শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে খবর পেয়ে হাতিরঝিল থানা পুলিশ লাশ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আল আমিন জানান, স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ওই যুবক ভবঘুরে প্রকৃতির ছিলেন। কয়েকদিন ধরে দিলু রোড এলাকায় ঘোরাফেরা করছিলেন। শুক্রবার সকালে অসুস্থতার কারণে মারা গেছেন তিনি। তার বাবার নাম আক্কাস, বাড়ি ঢাকার নবাবগঞ্জে।