× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

আবহাওয়া

সাগরে লঘুচাপ নিম্নচাপে পরিণত হতে পারে আজ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

২৩ মে ২০২৪, ০২:১৪ এএম । আপডেটঃ ২৩ মে ২০২৪, ০২:১৫ এএম

ফাইল ছবি

বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপটি আজ বৃহস্পতিবার নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়াবিদ ও আবহাওয়াসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থাগুলো বলছে, এটি নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে, যদিও বিষয়টি এখনো নিশ্চিত নয়। ঘূর্ণিঝড় সৃষ্টি হলে এর নাম হবে ‘রেমাল’।

আবহাওয়া অধিদপ্তর বলেছে, আজ দেশের বেশির ভাগ এলাকায় তাপমাত্রা খানিকটা বাড়তে পারে। তবে দু-একটি এলাকায় বৃষ্টির সম্ভাবনাও আছে।

আবহাওয়া অধিদপ্তরের পক্ষ থেকে গতকাল বুধবার বলা হয়, দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগর ও এর কাছাকাছি এলাকায় একটি লঘুচাপের সৃষ্টি হয়েছে। এটি আরও ঘনীভূত হতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. উমর ফারুক গতকাল সন্ধ্যায় বলেন, লঘুচাপটি আজ সকালের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে। নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা কতটুকু—এই প্রশ্নের জবাবে তিনি বলেন, ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা আছে। তবে এখনো তা নিশ্চিত করে বলা যায় না।

এর আগে ইউরোপিয়ান সেন্টার ফর মিডিয়াম রেঞ্জ ওয়েদার ফোরকাস্টের (ইসিএমডব্লিউএফ) এক ঘোষণায় বলা হয়েছিল, ‘আজ (বুধবার) বা আগামীকালের মধ্যে বঙ্গোপসাগরে একটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি বাংলাদেশের দক্ষিণে সুন্দরবনের কাছে ২৬ থেকে ২৭ মে আঘাত হানতে পারে।’

তবে ঘোষণায় এ কথাও বলা হয়েছে, ঘূর্ণিঝড়ের প্রকৃতি সব সময় ঠিক থাকে না। এর গতিপথ ও গতি পরিবর্তিত হতে পারে।

এবার যদি ঘূর্ণিঝড় হয়, তবে এর নাম হবে রেমাল। ওমানের দেওয়া এই নামের অর্থ বালু।

এদিকে দেশের বিভিন্ন স্থানে গতকালও তাপপ্রবাহ বয়ে গেছে। গতকাল দেশের ১৫টি জেলায় তাপপ্রবাহ বয়ে যায় বলে আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে। আজও এসব জেলায় তাপপ্রবাহ বয়ে যেতে পারে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.