তাহিরপুরে কুকুরের কামড়ে শিশুসহ ১৮ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে সাতজন শিশু রয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলা সদরের বিভিন্ন পাড়া-মহল্লা ও পাশের দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত দুজনকে বৃহস্পতিবার বিকালে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার রাতে এলাকার লোকজন জানান, সদর ইউনিয়নের উজান তাহিরপুর, মধ্য তাহিরপুর, তাহিরপুর বাজার, ভাটি তাহিরপুর, ঠাকুরহাটি ও দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ এলাকায় কুকুরের আক্রমণের শিকার হন ১৮ জন। মধ্য তাহিরপুর গ্রামের সনুকুল দাসের ছেলে শ্রীবাসের পালিত ছিল আক্রমণকারী কুকুরটি। পরে দুপুরের দিকে উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ গ্রামে স্থানীয়রা কুকুরটিকে হত্যা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, কুকুরের আক্রমণে আহত ১৬ জন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন। গুরুতর আহত দুজনকে সদর হাসপাতালে পাঠানো হয়েছে। উপজেলা স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান জানান, কুকুরের কামড়ে আহতদের রেবিক্স ভাইরাসের টিকা ও ভ্যাকসিন দেওয়া হয়েছে।