× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বাঘাইছড়িতে জেএসএস ও ইউপিডিএফের মধ্যে বন্দুকযুদ্ধ, আতঙ্ক

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৪ মে ২০২৪, ১০:০০ এএম । আপডেটঃ ১৪ মে ২০২৪, ১২:৩০ পিএম

ছবি: সংগৃহীত

রাঙামাটির বাঘাইছড়িতে পাহাড়ের বিবদমান আঞ্চলিক দুই সংগঠন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) ও ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) মধ্যে থেমে থেমে বন্দুকযুদ্ধের ঘটনা ঘটেছে। 

এই ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। তবে বন্দুকযুদ্ধে কেউ হতাহত হয়েছে কি না, তা জানা যায়নি।

সোমবার সন্ধ্যায় দুই গ্রুপের সশস্ত্র সদস্যদের মধ্যে বন্দুকযুদ্ধ শুরু হয়। প্রায় তিন ঘণ্টা থেমে থেমে চলে এই যুদ্ধ। পরে মঙ্গলবার সকাল ৬টায় আবারও শুরু হয় বন্দুকযুদ্ধ। থেমে থেমে চলে গুলি বিনিময়। পরে দুপুর ১টা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে গেলে তা বন্ধ হয়ে যায়। এ ঘটনায় আশপাশের গ্রামে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

জানা যায়, আগামী ২৯ মে অনুষ্ঠেয় বাঘাইছড়ি উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে এ বন্দুকযুদ্ধ শুরু হয়।

এ বিষয়ে বাঘাইছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইশতিয়াক আহমেদ জানান, দুই গ্রুপের মধ্যে গুলি বিনিময়ের খবর শুনেছি। তবে হতাহতের খবর এখনও পায়নি। এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.