× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রাতেই চট্টগ্রাম থেকে ছাড়বে হজের প্রথম ফ্লাইট

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১৩ মে ২০২৪, ১৪:৩৩ পিএম । আপডেটঃ ১৩ মে ২০২৪, ১৪:৩৪ পিএম

ফাইল ছবি

চট্টগ্রাম থেকে হজযাত্রী পরিবহনের প্রথম ফ্লাইটটি আজ দিবাগত রাতেই চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যাবে। 

এদিন রাত ৩টা ২০ মিনিটে ৩৫৬ জন হজযাত্রী নিয়ে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদেশ্যে ছেড়ে যাবে।

এর আগে ঢাকার হযরত শাহ জালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪৬ জন হজযাত্রী নিয়ে চট্টগ্রামে আসবে ফ্লাইটটি।

এরপর চট্টগ্রাম থেকে বাংলাদেশ বিমানের প্রথম ফ্লাইটটি মদিনার উদ্দেশে ছেড়ে যাবে। এই ফ্লাইটের মাধ্যমেই চট্টগ্রাম হজ ফ্লাইট চালু হবে। 

ইতোমধ্যে হজযাত্রী পরিবহনে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করার কথা জানিয়েছেন বিমান বাংলাদেশ এয়ারলাইন্স কর্তৃপক্ষ।

বাংলাদেশ বিমানের চট্টগ্রাম স্টেশনের ব্যবস্থাপক মোহাম্মদ সেলিম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, এবার চট্টগ্রামের সব হজযাত্রী বাংলাদেশ বিমানই পরিবহন করবে।

বিমান সূত্র জানায়, চট্টগ্রাম থেকে এবার ৮ হাজারের বেশি হজযাত্রী পরিবহনের প্রস্তুতি নিয়েছে বাংলাদেশ বিমান।

২২টি ফ্লাইটের মাধ্যমে এসব হজযাত্রী পরিবহন করা হবে। এরমধ্যে ২০টি ফ্লাইট জেদ্দা এবং দুটি ফ্লাইট মদিনা যাবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.