রাজধানীর তেজগাঁও রেলগেট এলাকায় ট্রেনের ধাক্কায় আহত অজ্ঞাত পরিচয়ের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৯ মে) বিকেল ৪টার দিকে এ ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় অজ্ঞাত পরিচয়ের ওই নারীকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় রাত ৮টার দিকে মৃত্যু হয় তার।
তাকে হাসপাতালে নিয়ে আসা তেজগাঁও ফায়ার কর্মী মোস্তফা কামাল জানান, আমরা খবর পেয়ে তেজগাঁও রেলগেট এলাকায় ওই নারীকে গুরুতর আহত অবস্থায় পড়ে থাকতে দেখি।
পরে দ্রুত তাকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে আজ রাত ৮টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান ওই বৃদ্ধা।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, মরদেহ হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট রেলওয়ে পুলিশকে জানানো হয়েছে।