চাঁপাইনবাবগঞ্জের ভোলাহাট উপজেলা পরিষদ নির্বাচনে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ এবং ধাওয়া পাল্টা ধাওয়ার ঘটনায় তিনজন আহত হয়েছেন। এসময় একজনকে আটক করেছে পুলিশ। বুধবার সকালে ভোলাহাট উপজেলার বীরেশ্বরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, চেয়ারম্যান প্রার্থী মো. আ. খালেকের (কাপ পিরিচ) সমর্থকদের সঙ্গে অপর প্রার্থী আনোয়ার হোসেনের (চিংড়ি মাছ) সমর্থকদের ভোট দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে হলে ৩ জন আহত হয়। আহতরা হলেন, চিংড়ি মাছ প্রতীকের সমর্থক মোহাম্মদ সামসুল আজম, ওবাইদুল হক ও আলম আলী। ঘটনার পর পুলিশ এবং বিজিবির অতিরিক্ত সদস্যরা ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। পরে পুলিশ সদস্যরা তোতা আলীকে আটক করে।
এ ব্যাপারে ভোলাহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার পাল জানান, কেন্দ্রের বাইরে বিচ্ছিন্ন একটি ঘটনা ঘটেছে এবং এই ঘটনায় একজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।