× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

টাঙ্গাইলে স্কুলে স্কুলে বই উৎসব

টাঙ্গাইল প্রতিনিধি

০১ জানুয়ারি ২০২৪, ০১:২৯ এএম । আপডেটঃ ০১ জানুয়ারি ২০২৪, ০১:২৯ এএম

‘নতুন বছর, নতুন দিন, নতুন বইয়ে হোক রঙিন’—এই স্লোগান নিয়ে উৎসব মুখর পরিবেশে টাঙ্গাইলের প্রতিটি স্কুলে স্কুলে পাঠ্য পুস্তক উৎসব উপযাপিত হয়েছে। এ উপলক্ষে সোমবার (১ জানুয়ারি) সকালে টাঙ্গাইল কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে জেলা প্রশাসক এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন—টাঙ্গাইলের জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. ওলিউজ্জামানের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন টাঙ্গাইল পৌরসভার মেয়র এসএম সিরাজুল হক আলমগীর, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজাহান আনসারী, টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, সদর উপজেলা নির্বাহী অফিসার হাসান-বিন-মুহাম্মাদ আলী, জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা এবং জেলা প্রাথমিক শিক্ষা অফিসার সুব্রত কুমার বণিক প্রমুখ।

এ সময়  প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ বছর টাঙ্গাইল জেলায় ৪ লাখ ৮২ হাজার ৫১৮ জন প্রাথমিক শিক্ষার্থীদের মধ্যে ১৯ লাখ ৬৯ হাজার ৬৫১টি বই এবং ৪ লাখ ৩১ হাজার ৩২৩ জন মাধ্যমিক শিক্ষার্থীদের মাঝে ৪২ লাখ ৩৩ হাজার ৩২২ টি বই বিতরণ করা হয়েছে।


 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.