রাজধানীর শ্যামপুর এলাকা থেকে ১৮০ বোতল ফেন্সিডিলসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। গ্রেপ্তাররা হলেন- মো. আব্দুর রহিম ও মো.জহিরুল ইসলাম ওরফে কালা।
রোববার (৫ মে) রাতে শ্যামপুর থানার পশ্চিম জুরাইন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে ডিবি তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনাল টিম।
পরদিন সোমবার (৬ মে) ডিবি তেজগাঁও বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো.আনিচ উদ্দীন বলেন, কয়েকজন মাদক কারবারি শ্যামপুর থানার পশ্চিম জুরাইনের খন্দকার রোড এলাকায় মাদক বিক্রির জন্য পিকআপসহ অবস্থান করছে— এমন তথ্যের ভিত্তিতে ঐ স্থানে অভিযান চালায় পুলিশ।
পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় আব্দুর রহিম ও জহিরুলকে গ্রেপ্তার করা হয়।
পরে পিকআপ তল্লাশি করে ১৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। মাদক বিক্রির কাজে ব্যবহৃত হওয়ায় পিকআপটিও জব্দ করা হয়।
তিনি আরও বলেন, গ্রেপ্তাররা দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকায় বিক্রি করতো। গ্রেপ্তারদের বিরুদ্ধে শ্যামপুর থানায় মামলা রুজু হয়েছে।