আগামী ৪ জানুয়ারি নারায়ণগঞ্জে আওয়ামী লীগের নির্বাচনি জনসভার যৌক্তিকতা তুলে ধরলেন নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য ও আওয়ামী লীগের প্রার্থী একেএম শামীম ওসমান। তিনি বলেন, ‘শেখ হাসিনা বলেছেন, এখনো নির্বাচন বন্ধ করতে ষড়যন্ত্র হচ্ছে। শুধু দেশি নয় অনেক বিদেশি শক্তি রয়েছে। শেষ মিটিংটা কোথায় হবে সেটা সিনিয়র নেতারা বসে ঠিক করেছেন। অনেকে শেষ মিটিংটা ঢাকায় করতে চেয়েছিলেন তবে শেখ হাসিনা মনে করেছেন নারায়ণগঞ্জই তার উত্তম জায়গা।’
শনিবার (৩০ ডিসেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের নাসিম ওসমান মেমোরিয়াল পার্কে প্রধানমন্ত্রীর শেষ নির্বাচনি প্রচারণাকালে শামীম ওসমান এসব কথা বলেন।
শামীম ওসমান বলেন, তিনি বলেন, ‘আকাশে শকুন না উড়লে আমাদের এত বেগ পেতে হত না। আমাদের সবচেয়ে বড় বিষয় নেত্রীর নিরাপত্তা। শেখ হাসিনা বাংলাদেশের ভবিষ্যৎ। সেটাই আমরা আলোচনা করবো। আমাদের নির্দেশনা মোতাবেক ও নিজেদের চিন্তাভাবনা করে কাজ করতে হবে।’
জনসভায় প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে উল্লেখ করে আওয়ামী লীগের শামীম ওসমান বলেন, ‘একেএম শামসুজ্জোহা স্টেডিয়ামে এ সমাবেশ হবে। ঈদের জামাতে সেখানে এক লাখ পঁচিশ হাজার লোক নামাজ পড়তে পারে। সে হিসেবে প্রায় আড়াই লাখ লোকের সমাগম হবে।’
এ সময় নারায়ণগঞ্জ-৩ আসনের আওয়ামী লীগের প্রার্থী ও সাবেক সংসদ সদস্য কায়সার হাসনাত, জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল হাই, সাধারণ সম্পাদক আবু হাসনাত শহিদ মো. বাদল, মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহাসহ বিভিন্ন পর্যায়ের নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।