× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

রূপপুরে পরীক্ষামূলক বিদ্যুতের লাইন চালু

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

৩০ এপ্রিল ২০২৪, ১৩:৫৪ পিএম । আপডেটঃ ৩০ এপ্রিল ২০২৪, ২৩:২১ পিএম

ফাইল ছবি

পাবনার ঈশ্বরদীতে বাস্তবায়নাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে বগুড়া (পশ্চিম) পর্যন্ত সঞ্চালন লাইনের নির্মাণকাজ শেষ হয়েছে। এটি নির্মাণ করেছে পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ (পিজিসিবি)।

মঙ্গলবার প্রায় ৯০ কিলোমিটার দীর্ঘ ৪০০ কিলোভোল্টের (কেভি) সিঙ্গেল সার্কিট লাইনটি পরীক্ষামূলক চালু করা হয় বলে জানিয়েছেন পিজিসিবির প্রকল্প পরিচালক প্রকৌশলী মাসুদুল ইসলাম।

জানা গেছে, বেলা ১১টা থেকে নবনির্মিত লাইনটি সার্বক্ষণিক চালু রাখা হয়।

পাবনার ঈশ্বরদী উপজেলার পাকশী, সলিমপুর ও মুলাডুলি ইউনিয়ন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার গোপালপুর, নগর, মাঝগাঁও ও বড়াইগ্রাম ইউনিয়ন; গুরুদাসপুর উপজেলার নাজিরপুর ইউনিয়ন এবং সিংড়া উপজেলার চামারী, কলম, চৌগ্রাম ও রামানন্দ খাজুরা ইউনিয়ন; বগুড়ার নন্দীগ্রাম উপজেলার নন্দীগ্রাম ও ভাটগ্রাম ইউনিয়ন এবং কাহালু উপজেলার জামগ্রাম ইউনিয়নের মধ্য দিয়ে লাইন টানা হয়েছে।

প্রায় ১ লাখ ১৪ হাজার কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্পের ৯০ শতাংশ অর্থ ঋণ দিচ্ছে রাশিয়া। এ অর্থ ২৮ বছরের মধ্যে পরিশোধ করতে হবে।

রোসাটমের তত্ত্বাবধানে নির্মাণকাজ এগিয়ে নিচ্ছে ঠিকাদারি প্রতিষ্ঠান অ্যাটোমসট্রয়। কেন্দ্রের দুটি ইউনিটে ১ হাজার ২০০ করে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন হবে।

২০২৫ সালের মধ্যে কেন্দ্রটি উৎপাদনে আসার কথা। এর মধ্যে ডিসেম্বরে হবে প্রথম ইউনিটের পরীক্ষামূলক বিদ্যুৎ উৎপাদন।

প্রকল্পের এক কর্মকর্তা জানান, নিরাপত্তার স্বার্থে সঞ্চালন লাইন পুরো প্রস্তুত না করে জ্বালানি ভরার সুযোগ নেই। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার (আইএইএ) অনুমোদনও মিলবে না।

এ জন্য পিছিয়ে থাকা সঞ্চালন লাইনের নির্মাণকাজ দ্রুত শেষ করার তাগিদ দেওয়া হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.