চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের ঈদগাঁও বাসস্টেশনের খোদাইবাড়ি এলাকায় বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন চট্টগ্রামের বাঁশখালী উপজেলার বাগমারা এলাকার রফিক আহমদ (৭০), ইলশা এলাকার মনির আহমেদের স্ত্রী হাফসা বেগম (৫০), রায়ছড়া এলাকার দুলা মিয়া (৫৫) এবং আনুমানিক ৫৫ বছর বয়সী একজন নারী।
এদের মধ্যে হাফসা বেগম ও দুলা মিয়া ঘটনাস্থলেই মারা যান। আর কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যায় অপর দুজনের মৃত্যু হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বাসের ২৬ জন যাত্রীর সবাই বাঁশখালীর বাসিন্দা। তাঁরা কক্সবাজার শহরের বায়তুশশরফ চক্ষু হাসপাতাল থেকে চোখের চিকিৎসা নিয়ে বাসটিতে করে বাড়ি ফিরছিলেন। বাসটি ঈদগাঁও বাসস্টেশনের খোদাইবাড়ি এলাকায় আসার পর বিপরীত দিক থেকে আসা মাইক্রোবাসটির সঙ্গে সংঘর্ষ হয়।
কক্সবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মোহাম্মদ আশিকুর রহমান জানান, এই দুর্ঘটনায় আহত ছয়জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। তাঁদের মধ্যে সন্ধ্যায় দুজনের মৃত্যু হয়।
চকরিয়ার মালুমঘাট হাইওয়ে পুলিশের ওসি মোজাম্মেল হক বলেন, দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি জব্দ করা হয়েছে।