ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে হিট স্ট্রোকে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি করেছেন তাঁর স্বজনরা। গতকাল রোববার (২৮ এপ্রিল) দুপুরে দক্ষিণ কেরানীগঞ্জের পশ্চিমদী মোল্লাবাড়ি গ্রামে এই ঘটনা ঘটে।
মৃত মোঃ ওয়াসিম মোল্লা (৩৮) পশ্চিমদী মোল্লাবাড়ি গ্রামের মৃত কাশেম মোল্লার ছেলে। তিনি পেশায় তেঘরিয়া ইউনিয়নের রাজেন্দ্রপুর বাস স্ট্যান্ডের অটোচালক ছিলেন। তার ২ ছেলে ১ মেয়ে রয়েছে।
ওয়াসিম মোল্লা স্ট্রোক করলে স্বজনরা ঢাকার স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ (মিটফোর্ড) হাসপাতালে নিয়ে যায়। তারপর হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন এবং হিট স্ট্রোকে মৃত্যু হয়েছে বলে জানান।
মৃত ওয়াসিম মোল্লার ফুপাতো ভাই মোহাম্মদ তাইজুল ইসলাম মিয়া ন্যাশনাল ট্রিবিউনকে জানিয়েছে, নিহত ওয়াসিম সকালে রাজেন্দ্রপুর স্টানে প্যাসেঞ্জার নেয়ার জন্য অটো গাড়ি সিরিয়াল দিয়ে দাঁড়িয়ে থাকা অবস্থায় হঠাৎ শরীর অসুস্থ বোধ করলে নিজ বাড়িতে তিনি চলে আসেন। বাড়িতে আসার কিছুক্ষণ পরই তিনি হিট স্ট্রোকে আক্রান্ত হয়ে বিছানায় লুটিয়ে পড়েন। দুপুর ২ টার দিকে শারীরিকভাবে বেশি অসুস্থ হলে মিটফোর্ড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে নেয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন বলে জানান।