গোদাগাড়ীতে সেচের পানি সংকট এবং পানি না পেয়ে দুই সাঁওতাল কৃষকের আত্মহত্যার ঘটনা উল্লেখ করে রাজশাহী-১ (তানোর-গোদাগাড়ী) আসনে স্বতন্ত্র প্রার্থী চিত্রনায়িকা মাহিয়া মাহি বলেছেন, গত ১৫ বছরে আপনারা অনেক কষ্ট করেছেন। কতটুকু উপকার পেয়েছেন, আপনারাই ভালো জানেন। গত ১৫ বছরে আপনারা অন্যায়ের প্রতিবাদ করতে পারেননি। এবার আপনাদের অন্যায়ের প্রতিবাদ করার পালা। এবার আপনাদের জবাব দেওয়ার পালা।
গোদাগাড়ী গোগ্রাম এলাকায় রাস্তার পাশে একটি গাছের নিচে দাঁড়িয়ে হ্যান্ডমাইকে মাহিয়া মাহি চাষিদের উদ্দেশে বলেন, এখানে যে ডিপ টিউবওয়েলের সিন্ডিকেট আছে, আমি সেই সিন্ডিকেট ভেঙে ফেলব। আপনাদের ভাগ্যটা এবার পরিবর্তনের পালা। এবার পরিবর্তন করতেই হবে।
সেচের পানি না পেয়ে গত বছর দুই সাঁওতাল কৃষক বিষপানে আত্মহত্যার কথা তুলে ধরে মাহিয়া মাহি সেই সংকট সমাধানের আশ্বাস দিয়ে বলেন, এই এলাকার মানুষ গত ১৫ বছর রাজশাহী-১ আসনের বর্তমান সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ওমর ফারুক চৌধুরীর ভয়ে কথা বলতে পারেননি। আমি সংসদ সদস্য নির্বাচিত হলে মানুষের মনে কোনো ভয় থাকবে না। মানুষকে সম্মান করব।
তানোর উপজেলার টেটনাপাড়া আদিবাসীপল্লিতে এক বৃদ্ধ নারী মাহিকে বলেন, তুমি আমাদের মুণ্ডুমালার নাতিপুতি। তুমি আমাদেরও মায়া। তুমি এমপি হলে এই এলাকাকে মাদকমুক্ত করবে—একটাই দাবি।
উত্তরে মাহি বলেন, আমি এই এলাকাকে মাদকমুক্ত করব। পাশাপাশি সেচের পানির সংকট দূর করব।
নির্বাচনী ট্রাক প্রতীকের লিফলেট দেখিয়ে ভোট চান তিনি। নারীদের জড়িয়ে ধরে বলেন, আমি জানি, আপনারা কথা দিলে সেই কথার নড়চড় হয় না। আমাকে ভোট দেবেন।