× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ছয় লাখ টাকা মুক্তিপণ না দেওয়ায় মাদ্রাসাছাত্রকে হত্যা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

১১ এপ্রিল ২০২৪, ০৯:৩৩ এএম । আপডেটঃ ১১ এপ্রিল ২০২৪, ০৯:৩৪ এএম

নিহত মারুফ। ছবি: সংগৃহীত


বৃহস্পতিবার সকালে উপজেলার ঝুড়ঝুড়ি বাজারের তালুকদার মার্কেটের একটি সেপটিক ট্যাঙ্ক থেকে লাশটি উদ্ধার করেন আইনশৃঙ্খলা রক্ষকারী বাহিনীর সদস্যরা।

এ তথ্য নিশ্চিত করেছেন তাড়াশ থানার ওসি নজরুল ইসলাম। এর আগে গত ৫ এপ্রিল শিশুটিকে অপহরণ করে মুক্তিপণ দাবি করা হয়েছিল। 

নিহত মারুফ উপজেলার মাধাইনগর ইউনিয়নের ঝুড়ঝুড়ি গ্রামের মোশারফ হোসেনের ছেলে ও পার্শ্ববর্তী সলঙ্গা থানার একটি মাদ্রাসার পঞ্চম শ্রেণির শিক্ষার্থী ছিল।

মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জানা গেছে, ঈদের ছুটিতে মাদ্রাসা থেকে বাড়িতে আসে মারুফ। গত ৫ এপ্রিল স্থানীয় বাজারে গেলে তাকে অপহরণ করে সংঘবদ্ধ একটি চক্র। তাকে অনেক খোঁজাখুঁজির পরও না পেয়ে তাড়াশ থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন শিশুটির বাবা মোশারফ হোসেন। এরপর থেকেই পুলিশ, র‍্যাবসহ বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মারুফকে উদ্ধারের জন্য তৎপরতা চালাতে থাকে।

এরই ধারাবাহিকতায় অপহরণের ঘটনার পাঁচদিন পর এতে জড়িত সন্দেহে পাঁচজনকে গ্রেপ্তার করে র‍্যাব-১২। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন আবুল হাশেম আলী, রফিকুল ইসলাম, মো. আলামিন, ওমর ফারুক ও কায়সার হোসেন।

তাদের জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে জানা যায়, তারা মারুফের বাবার কাছে ছয় লাখ টাকা মুক্তিপণ চেয়েছিলেন। চাহিদা অনুযায়ী টাকা না পেয়ে শিশুটিকে হত্যা করা হয়। তাদের দেওয়া তথ্যে ভিত্তিতে লাশটি উদ্ধার করা হয়েছে।

র‍্যাব-১২-এর অধিনায়ক মারুফ হোসেন সাংবাদিকদের প্রশ্নের জবাবে জানান, গ্রেপ্তার ব্যক্তিদের এ ঘটনায় কারাগারে পাঠানো হবে। এ ঘটনায় জড়িত অন্যদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। এ ছাড়া সংঘবদ্ধ অপহরণ চক্র ধরতে ঘটনাটি গভীরভাবে খতিয়ে দেখা হচ্ছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.