সাভারের আশুলিয়ায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে আগুন নিয়ন্ত্রণে কাজ করেছে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ ইউনিটসহ মোট ৫ ইউনিট।
বুধবার (১০ এপ্রিল) দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইলের মন্ডলবাড়িতে এ ঝুটের গোডাউনে আগুন লাগে।
তবে তাৎক্ষণিকভাবে কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, দুপুর ২টার দিকে আশুলিয়ার বাইপাইল এলাকায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ভেতরে ঝুট থাকায় আগুনের লেলিহান নিমিষেই বেড়ে যায়।
এসময় আশুলিয়া ডিইপিজেড সার্ভিসের ৪ ও জিরাবো ফায়ার সার্ভিসের ১ ইউনিট ঘটনাস্থলে আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।
এ ঘটনায় ডিইপিজেড ফায়ার সার্ভিসের ফায়ার ফাইটার মকবুল জানান, স্থানীয়দের খবরের ভিত্তিতে ডিইপিজেড ফায়ার সার্ভিসের ৪ ইউনিট আগুন নিয়ন্ত্রণের জন্য যায়।
পরে জিরাবো ফায়ার সার্ভিসের আরও ১ ইউনিট আগুন নিয়ন্ত্রণে যোগ দেয়। তবে এখনও আগুন নিয়ন্ত্রণের জন্য কাজ চলছে বলেও জানান তিনি।