রাজধানীর একটি কলেজের উচ্চমাধ্যমিকের দুই শিক্ষার্থীর মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। কয়েক মাস আগে তাঁদের বিয়ে হয়। এরপর মোহাম্মদপুরে শ্বশুরবাড়িতে থাকতেন মেয়েটি। ৬ এপ্রিল দিবাগত রাতে ঝুলন্ত অবস্থায় তাঁর মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় মেয়েটির স্বামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আদাবর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান জানিয়েছেন, মেয়েটির বাবা তাঁর মেয়েকে আত্মহত্যার প্ররোচনার অভিযোগে এই মামলা করেছেন। মামলায় ছেলেটির মা, বাবা ও বড় বোনকেও আসামি করা হয়েছে।
ওসি মাহবুবুর বলেন, মেয়েটিকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয়। ময়নাতদন্ত প্রতিবেদন হাতে পাওয়ার পর তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এই পুলিশ কর্মকর্তা জানান, এ ঘটনায় গ্রেপ্তার ছেলেটিকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত মঙ্গলবার এই আদেশ দেন।