× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

জামালপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

জামালপুর প্রতিনিধি

০৯ এপ্রিল ২০২৪, ১৬:২৭ পিএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ১৬:২৮ পিএম

সড়ক দুর্ঘটনা। প্রতীকী ছবি

জামালপুরের দেওয়ানগঞ্জে দুটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। মঙ্গলবার উপজেলার পাররামরামপুর-পাথরের চর সড়কের মাঠের ঘাট এলাকায় এই দুর্ঘটনা ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার ইফতারের আগে মোটরসাইকেল দুটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই মো.দেলোয়ার হোসেন (১৭) মারা যান। গুরুতর আহত মো. জীবন মিয়াকে (২২) উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে রাত নয়টার দিকে মারা যান।

দেওয়ানগঞ্জ উপজেলার তারাটিয়া পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো.তোফাজ্জল বলেন, পুলিশ সদস্যরা দুর্ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মোটরসাইকেল দুটি তদন্ত কেন্দ্রে আনা হয়েছে। এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.