× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

শোলাকিয়া ইদগাহ নিয়ে পুলিশ সুপারের নির্দেশনা

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৪, ০৫:৪০ এএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ০৫:৪০ এএম

ছবি: সংগৃহীত

মুসলমানদের প্রধান ধর্মীয় উৎসব ঈদুল ফিতরের মাত্র ২দিন বাকি। আগামী বৃহস্পতিবার পালিত হবে এ উৎসব। ঈদের জামাত আয়োজনকে আমলে নিয়ে এরই মধ্যে কিশোরগঞ্জের ২৭৪ বছরের ঐতিহ্যবাহী শোলাকিয়া ঈদগার নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজানো হয়েছে। এবার ময়দানের নিরাপত্তায় পুলিশ, র‍্যাব, এপিবিএনের পাশাপাশি থাকবে ৫ প্লাটুন বিজিবি।

আজ মঙ্গলবর ঈদগায় পরিদর্শনে গিয়ে পুলিশ ও এপিবিএন সদস্যদের বিশেষ নির্দেশনা দিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ। এ সময় তিনি মুসল্লিদের নিরাপত্তার স্বার্থে আধুনিক ডিভাইসগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিতের পাশাপাশি সবাইকে সচেতন থাকার নির্দেশ দেন।

পুলিশ সুপার জানান, চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকবে ৩৪টি চেকপোস্ট। সাদা পোশাকেও মোতায়েন থাকবে পুলিশ। নিরাপত্তা পর্যবেক্ষণে থাকবে চারটি ড্রোন। ঈদগাসহ আশপাশের এলাকা পর্যবেক্ষণে বসানো হয়েছে ৬৪টি সিসি ক্যামেরা। ঈদগায় রয়েছে পুলিশ ও র‍্যাবের ছয়টি ওয়াচ টাওয়ার। থাকবে বোমা নিষ্ক্রীয়করণ দল।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.