× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

‘বন্ধু সংঘ’র উদ্যোগে ২৮০ পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

ন্যাশনাল ট্রিবিউন প্রতিবেদক

০৯ এপ্রিল ২০২৪, ০৫:১০ এএম । আপডেটঃ ০৯ এপ্রিল ২০২৪, ০৫:১০ এএম

ছবি: সংগৃহীত

চাঁপাইনবাবগঞ্জ জেলার শাহজাহানপুর ইউনিয়নে স্বেচ্ছাসেবী সংগঠন ‘বন্ধু সংঘ’র উদ্যোগে ২৮০টি পিছিয়ে পড়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে। মঙ্গলবার (৯ এপ্রিল) দুপুরে এ ঈদ সামগ্রী বিতরণ করেন সংগঠনটির দায়িত্বশীল'রা।

এসময় উপস্থিত ছিলেন সংগঠনটির সভাপতি মামুন আল হাসান, সহ সভাপতি মুকুল হোসেন, সাধারণ সম্পাদক সুফিয়ান আহমেদ মিঠুন, যুগ্ন সাধারণ সম্পাদক জুয়েল রানা, সাংগঠনিক সম্পাদক মো: ইব্রাহিম, সহ সাংগঠনিক সম্পাদক আব্দুর রাকিব, হিসাব রক্ষক হুমায়ুন কবির, সদস্য আব্দুল হাকিম, শফিকুল ইসলাম, মোমিনুল ইসলাম, সেতাবুর রহমান ও গোলাম রব্বানী।

জানা যায়, সংগঠনটি ২৮০টি পিছিয়ে পড়া পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেন। এর মাধ্যমে দরিদ্র পরিবারগুলোর মাঝে ঈদ আনন্দের নতুন সংযোজন ঘটেছে বলে জানা গেছে। বন্ধু সংঘের এই আয়োজনের পিছনে ৩০-৪০ জন মানবিক দাতার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।

এ বিষয়ে সংগঠনটির দায়িত্বশীল'রা জানান, আলহামদুলিল্লাহ, সমাজে পিছিয়ে পড়া ২৮০ টি পরিবারকে বন্ধু সংঘের পক্ষ থেকে ঈদ উপহার বিতরণ করতে পেরেছি। এ জন্য আমাদেরকে বিভিন্নভাবে সহযোগিতা করেছেন প্রবাসী ভাইয়েরা, চাকরিজীবী, বিশিষ্ট ব্যবসায়ী এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ। এই সংগঠনের মাধ্যমে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর পাশে যারা দাঁড়িয়েছেন বা সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন তাদের প্রতি আমরা কৃতজ্ঞতা জানায়।। তেমনিভাবে ভবিষ্যতেও আমাদের মাধ্যমে পিছিয়ে পড়া মানুষদের পাশে দাঁড়াবেন বলে আমরা প্রত্যাশা করি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.