ঝালকাঠিতে ঝড়ে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হয়েছে। এছাড়া গাছপালার ব্যাপক ক্ষতিসহ বৈদ্যুতিক তার ছিঁড়ে ও খুঁটি ভেঙে বন্ধ রয়েছে বিদ্যুৎ সরবরাহ। রোববার সকাল সাড়ে ১০ টার দিকে হঠাৎ বজ্রসহ ঝড় শুরু হয় ও অন্তত আধাঘণ্টা তাণ্ডব চালায়।
বলাইবাড়ি এলাকার নুরুজ্জামান জানান, ঝড়ে প্রতিবেশী মাইনুলের গাছ পড়ে অন্তত ৪ টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। শিশু সন্তানদের নিয়ে তারা এখন খোলা আকাশের নিচে। অল্পের জন্য তারা বেঁচে গেছেন, কোনো হতাহতের ঘটনা হয়নি।
রাজাপুর সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের ইউপি সদস্য মো. মামুন হোসেন জানান, বলাইবাড়ি এলাকার অন্তত ১৫টি বসতঘর বিধ্বস্ত হয়েছে। গাছ পড়ে রাস্তা বন্ধ হয়ে গেছে এবং যোগাযোগ বন্ধ রয়েছে। অনেক পরিবার নিঃস্ব হয়ে গেছে। বিষয়টি ইউএনও মহোদয়কে জানানো হয়েছে।
এছাড়াও বলাইবাড়ি, সত্য নগর ও কৈবর্তখালি, পুটিয়াখালি, গাজিরহাট, দক্ষিণ সাউথপুর, বদনিকাঠিসহ উপজেলার বিভিন্ন স্থানে অর্ধশতাধিক বসতঘর বিধ্বস্ত হওয়ার খবর পাওয়া গেছে।
ইউএনও ফারহানা ইয়াসমিন জানান, বিভিন্ন স্থান থেকে মেম্বরদের মাধ্যমে ১৫/২০টি বসতঘর বিধ্বস্তের খবর পাওয়া গেছে। গাছপালা ও ফসলেরও ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরের ছবিসহ আবেদন করলে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।
ঝালকাঠি পল্লী বিদ্যুৎ সমিতির রাজাপুর সাব জোনাল অফিসের এজিএম মধুসূদন রায় জানান, ঝড়ে মেইন লাইনসহ বিভিন্ন স্থানের বৈদ্যুতিক তার ছিঁড়ে ও অন্তত ৮/১০ টি খুঁটি ভেঙে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করার লক্ষ্যে মেরামত কাজ শুরু করা হয়েছে।