× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনায় শম্ভুর পক্ষে নৌকায় ভোট চাইলেন বিএনপির সাবেক নেতা

ন্যাশনাল ট্রিবিউন ডেস্ক

২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:২৮ এএম । আপডেটঃ ২৬ ডিসেম্বর ২০২৩, ০৯:৫২ এএম

বরগুনা-১ (সদর-আমতলী-তালতলী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর একটি পথসভায় নৌকা প্রতীকে ভোট চেয়েছেন তালতলী উপজেলা বিএনপির সাবেক সহসভাপতি ফরাজী মো. ইউনুচ।

গতকাল সোমবার (২৫ডিসেম্বর )সন্ধ্যায় তালতলী উপজেলার লাউপাড়া স্কুল মাঠে ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত পথসভায় নৌকায় ভোট চান ফরাজী মো. ইউনুচ। এ সময় মঞ্চে বসে ছিলেন সংসদ সদস্য ও নৌকার প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু।

নৌকার পথসভায় বিএনপি নেতা ফরাজী মো. ইউনুচ বলেন, ‘আমার ইউনিয়নটি ভাঙনকবলিত ও দুর্গম এলাকা। বিগত দিনে যে উন্নয়ন হয়েছে এবং আমি দুবার চেয়ারম্যান থাকাকালীন যে কাজ হয়েছে, তাতে এলাকার মানুষ বর্তমান সংসদ সদস্যের ওপরে সন্তুষ্ট। আমরা যাতে আরও উন্নয়ন পেতে পারি, আরও দুজন বক্তা বলে গেছেন, দুই-তিনটি রাস্তা হলে আমরা ভালো অবস্থানে যেতে পারি, আমিও সেই দাবি করি।

ফরাজী মো. ইউনুচ বলেন, ‘আমি আমার সোনাকাটাবাসীকে বলতে চাই, আমি নৌকায় ভোট চাই। আপনারা কারা কারা নৌকায় ভোট দেবেন, হাত উঁচু করে দেখান, নৌকায় ভোট দেবেন কি না? আমি নিজে আমার এলাকার স্বার্থে যেটুকু প্রয়োজন, সাধ্যমতো চেষ্টা করব নৌকাকে জয়যুক্ত করার জন্য।

জানতে চাইলে ইউপি চেয়ারম্যান ফরাজী মো. ইউনুচ বলেন, ‘এলাকার উন্নয়নের জন্য নৌকায় ভোট চাইছি। এতে দোষের কিছু নেই। তা ছাড়া আমি দলে এখন তেমন অ্যাকটিভ (সক্রিয়) না। আমার ইউনিয়নের জনগণের চাপের কারণে আমি নৌকা মার্কার ওই জনসভায় গিয়ে বক্তব্য দিয়েছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.