লালমনিরহাট রেলওয়ে স্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে একটি ইঞ্জিনের ধাক্কায় অন্তত ৩০ যাত্রী আহত হয়েছেন।
শনিবার সকালে ইঞ্জিন পরিবর্তন করার সময় এ দুর্ঘটনা ঘটে বলে লালমনিরহাট রেলওয়ের স্টেশন মাস্টার নুরুন্নবী ইসলাম জানান।
এ ঘটনায় লোকো সেট বিভাগের চালক গৌর গোবিন্দের বিরুদ্ধে অভিযোগ দেওয়া হয়েছে বলেও জানান স্টেশন মাস্টার।
আহত যাত্রী ও রেলওয়ে কর্তৃপক্ষ জানায়, বুড়িমারী থেকে ছেড়ে আসা পার্বতীপুরগামী ৪৬১ নম্বর ট্রেনটি স্টেশনে দাঁড়িয়ে ছিল। এ সময় ট্রেনের ইঞ্জিন পরিবর্তন করা হয়। নতুন ইঞ্জিনটি এসে ট্রেনটিকে সজোরে ধাক্কা দেয়।
এতে অন্তত ৩০ জন আহত হন। অনেকের মাথা ফেটে যায়, অনেকে হাত-পায়ে আঘাত পেয়েছেন।
আহতদের লালমনিরহাট রেলওয়ে হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে দুই নারী যাত্রী মাথা ও হাতে বেশি আঘাত পাওয়ায় তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
লালমনিরহাট রেলওয়ে বিভাগীয় ব্যবস্থাপক আব্দুস সালাম বলেন, চালক ট্রেন নিয়ে ফিরলে ব্যবস্থা নেওয়া হবে।