ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে মেঘনায় বাল্কহেডের ধাক্কায় ট্রলার ডুবে এক নারীর মৃত্যু হয়েছে। এতে নিখোঁজ রয়েছেন আরও ৬ জন।শুক্রবার রাত ৯ টার দিকে এই ঘটনা ঘটে।
ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করে জানান, শুক্রবার বিকেলে ভৈরবের ব্রিজের নিচ থেকে ট্রলার নিয়ে ঘুরতে বের হয় তারা।
ইফতারে আগ মুহূর্তে একটি বাল্কহেড এসে পিছন থেকে ট্রলারটিকে ধাক্কা দিলে ডুবে যায়।এ ঘটনায় ভৈরব হাইওয়ে থানার কনস্টেবল সোহেল রানাসহ ৬ জন নিখোঁজ রয়েছেন।
১০ জনকে উদ্ধার করে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া পর চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়। তবে তার পরিচয় পাওয়া যায়নি।নিখোঁজদের উদ্ধারে নৌ-পুলিশ ও ফায়ার সার্ভিস কাজ করছে।