× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইউনিয়ন পরিষদে নির্বাচনি প্রচার, ২ চেয়ারম্যানকে শোকজ

চট্টগ্রাম প্রতিনিধি

২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ এএম । আপডেটঃ ২৪ ডিসেম্বর ২০২৩, ০৩:১৫ এএম

চট্টগ্রামের ফটিকছড়িতে ইউনিয়ন পরিষদ ( প্রাঙ্গণ ব্যবহার করে নির্বাচনি প্রচারের অভিযোগে ২ ইউপি চেয়ারম্যানকে শোকজ দেওয়া হয়েছে। শনিবার (২৩ ডিসেম্বর) তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। রোববার (২৪ ডিসেম্বর)  উপজেলা নির্বাহী ও সহকারী রিটার্নিং কর্মকর্তা মোজাম্মেল হক চৌধুরী গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে,  শনিবার (২৩ ডিসেম্বর) দুই ইউপি চেয়ারম্যানকে শোকজ করা হয়।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, গত ২১ ডিসেম্বর সকালে উপজেলার ২০ নম্বর আব্দুল্লাহপুর ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী খাদিজাতুল আনোয়ার সনি প্রচার সভা করেন। একইদিন সন্ধ্যায় স্বতন্ত্র প্রার্থী এইচ এম আবু তৈয়বের প্রচারের সভা করেন ১ নম্বর বাগানবাজার ইউপি চেয়ারম্যান।

সহকারী রিটার্নিং কর্মকর্তা জানান, নির্বাচনি বিধিমালা অনুযায়ী সরকারি অফিস অর্থাৎ ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণ ব্যবহার করে কোনো প্রচার করা যাবে না। কিন্তু বাগানবাজার ইউপি চেয়ারম্যান শাহাদাত হোসেন সাজু ও আব্দুলল্লাহপুর ইউপি চেয়ারম্যান অহিদুল আলম নির্বাচনের আচরণবিধি পরিপন্থী কাজ করায় দু’জনকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে।

শনিবার (২৩ ডিসেম্বর) তাদের দুজনকে নোটিশ পাঠানো হয়েছে। সোমবারের (২৫ ডিসেম্বর) মধ্যে তাদের নোটিশের জবাব দিতে বলা হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.