× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

কক্সবাজারে জেলেদের জালে ধরা পড়ল বিরল প্রজাতির মাছ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১০ মার্চ ২০২৪, ২২:৩৫ পিএম । আপডেটঃ ১০ মার্চ ২০২৪, ২২:৩৫ পিএম

ছবি: সংগৃহীত

ক্সবাজারে জেলেদের জালে ধরা পড়েছে বিরল প্রজাতির বিশালাকৃতির তিনটি বাঘা শাপলাপাতা মাছ। যার একটির ওজন ১২০ কেজি, দ্বিতীয়টির ওজন ৯৫ কেজি এবং অপরটির ওজন ৮০ কেজি। রোববার (১০ মার্চ) এ মাছগুলো ধরা পড়ে। 

সমুদ্রের অগভীর পানিতে এসব মাছ পাওয়া যায়। এই মাছ ঔষধী গুণসম্পন্ন এবং এর চামড়া দিয়ে তৈরি হয়ে থাকে নানান সামগ্রী। 

রোববার দুপুরে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে গিয়ে দেয়া যায়, বিশালকার একটি মাছ বহন করছে ৫-৬ জন মানুষ। মাছটি রশি দিয়ে বেধে টাঙানো হয়েছে বাঁশ দিয়ে। তারপর ট্রলার থেকে মাছ বহন করে ওজন করার জন্য নিয়ে আসা হয় কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রের পল্টুনে। বিশাল দৈত্যাকৃতির এই মাছটিকে আঞ্চলিক ভাষায় বলা হয় বাঘা শাপলাপাতা মাছ।

মৎস্য ব্যবসায়ীরা জানিয়েছে, আগে এই মাছ প্রতি কেজি ১২০ টাকায় বিক্রি হতো। কিন্তু এখন বিক্রি হচ্ছে ৪০০ থেকে ৪৫০ টাকায়। এর পাশাপাশি এই শাপলাপাতা মাছের চামড়া খুবই মূল্যবান।

কক্সবাজার মৎস্য কর্মকর্তা মোহাম্মদ বদরদ্দৌজা বলেন, সাগরে অনেক প্রজাতির শাপলাপাতা মাছ রয়েছে। এদের মধ্যে কয়েকটি অনেক বড় হয়ে থাকে। তার মধ্যে বাঘা প্রজাতির শাপলাপাতা মাছ খুবই বিরল। এই মাছের উপরের অংশে যে চামড়া রয়েছে তা বিদেশে রফতানি করা যায়। এই চামড়া দিয়ে ব্যাগসহ নানান পণ্য তৈরি হয়ে থাকে। শাপলাপাতা মাছের লেজ দিয়ে ওষুধও তৈরি হয়। এই মাছ এখন অনেকটা বিলুপ্তির পথে। 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.