× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

স্বতন্ত্র প্রার্থীদের শেষ পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানালেন ইসি আনিছুর

চাঁদপুর প্রতিনিধি

১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:০৭ এএম । আপডেটঃ ১৯ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৪ এএম

নির্বাচনী লড়াইয়ে স্বতন্ত্র প্রার্থীদের শেষ সময় পর্যন্ত মাঠে থাকার আহ্বান জানিয়ে নির্বাচন কমিশনার (ইসি) মো. আনিছুর রহমান বলেছেন, কর্মী-সমর্থকদের মাঠে রেখে চলে গেলে সেটা কাপুরুষের মতো কাজ হবে। মঙ্গলবার ১৯ডিসেম্বর দুপুরে চাঁদপুর জেলা প্রশাসক কার্যালয়ে নির্বাচনের প্রতিদ্বন্দ্বী প্রার্থী, নির্বাচনসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মো. আনিছুর রহমান বলেন, ‘ভোটের দিন আরেকটি বিষয় লক্ষ্য করা যায়।

প্রার্থীরা বলেন, “আমার এজেন্ট বের করে দিয়েছে।” মূলত তিনি এজেন্টই দেননি। যে কারণে আজকে প্রার্থীদের বলেছি ভোটের দিন একটি নির্ধারিত ফরম দেব। ভোট শুরু হওয়ার আধা ঘণ্টা আগে সাড়ে সাতটায় যেন তাঁদের এজেন্টের নাম দেন এবং তাঁরা যেন উপস্থিত থাকেন। ভোট শেষ হওয়ার পরে গণনা পর্যন্ত এজেন্টদের থাকতে হবে এবং ফলাফলে স্বাক্ষর দেবেন তাঁরা। প্রার্থীর ফলাফল যা–ই হোক না কেন এজেন্টকে উপস্থিত থাকতে হবে।’আসন্ন জাতীয় সংসদ নির্বাচন যাতে অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার লক্ষ্য নিয়ে পাঁচজন নির্বাচন কমিশনার এখন সারা দেশে ঘুরে ঘুরে কাজ করছেন বলে জানান ইসি মো. আনিছুর রহমান। তিনি বলেন, ‘একটি গ্রহণযোগ্য নির্বাচন করতে যা যা করণীয়, আমরা তা করে যাচ্ছি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.