নোয়াখালীর হাতিয়া উপজেলার ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পে গ্যাস সিলিন্ডারের আগুনে দগ্ধ হওয়া এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত শিশুর নাম মোহাম্মদ রাসেল (৩)। সে ভাসানচর রোহিঙ্গা ক্যাম্পের আজিজুল হকের ছেলে।
শনিবার (২৪ ফেব্রুয়ারি) সন্ধ্যার দিকে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে নেয়ার পথে তার মৃত্যু হয়। এদিন সকাল সোয়া ৮টার দিকে ৮১নং ক্লাস্টারে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
সকালে ক্যাম্পের ৮১নং ক্লাস্টারের আব্দুর শুকুরের কক্ষের বারান্দায় থাকা গ্যাসের সিলিন্ডার লিকেজ হয়। একপর্যায়ে গ্যাসের সিলিন্ডারটি বিকট শব্দে বিস্ফোরণ ঘটে। এতে ৫ শিশুসহ ৯ জন দগ্ধ হয়। পরে অগ্নিদগ্ধদের উদ্ধার করে নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তাদের মধ্যে ৭ জনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে মেডিকেলে পাঠানো হয়েছে।
চট্রগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিরাপত্তার দায়িত্বে থাকা নোয়াখালী জেলা পুলিশের বিশেষ শাখার সহকারী উপ-পুলিশ পরিদর্শক মোঃ মোস্তফা কামাল সমকালকে এসব তথ্য নিশ্চিত করেছেন।