× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বরগুনায় পৌরসভা নির্বাচনে প্রতীক পেয়েই প্রচারণায় প্রার্থীরা

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪১ পিএম । আপডেটঃ ২৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪২ পিএম

রগুনার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচনের প্রতীক বরাদ্দ দিয়েছেন জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী। আর প্রতীক বরাদ্দের পরই নির্বাচনী প্রচারণায় নেমেছেন প্রার্থীরা।

জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, আগামী ৯ মার্চ আমতলী পৌরসভার ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে। এ নির্বাচন উপলক্ষ্যে মেয়র ও কাউন্সিলর প্রার্থীদের প্রার্থীতা যাচাই-বাছাই শেষে শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) প্রার্থীদের প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে। 

এতে মেয়র পদে হ্যাঙ্গার প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা মো. নাজমুল আহসান নান্নু, মোবাইল ফোন প্রতীক পেয়েছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মতিয়ার রহমান। এছাড়াও জিল্লুর রহমান নারিকেল গাছ, নুসরাত জাহান বড়শি, জহিরুল ইসলাম খোকন ক্যারাম বোর্ড, ইফতেকার হাসান চামচ, আব্দুল্লাহ আল মামুন কম্পিউটার, আবুল কালাম আজাদ জগ ও কামাল হোসেন ইস্ত্রি প্রতীক নিয়ে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা।

এ বিষয়ে বরগুনা জেলা নির্বাচন অফিসার ও রিটানিং কর্মকর্তা আব্দুল হাই আল হাদী বলেন, প্রতীক বরাদ্দের পরে প্রার্থীদের নিয়ম মেনে প্রচার  প্রচারণায় বাধা নেই। তবে কোনো প্রার্থী নির্বাচনী আইন অমান্য করলে তার বিরুদ্ধে নির্বাচনী আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.