× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

দাখিল পরীক্ষায় প্রক্সি দিতে গিয়ে আটক ২

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:১৮ এএম । আপডেটঃ ১৯ ফেব্রুয়ারি ২০২৪, ০২:২২ এএম

গাইবান্ধার সুন্দরগঞ্জে দাখিল পরীক্ষায় প্রক্সি দেওয়ার সময় দুই তরুণকে আটক করা হয়েছে।

রোববার (১৮ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে পরীক্ষা চলাকালে উপজেলার বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।

রাতে সুন্দরগঞ্জ থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুব আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক ২ জন হলেন— শাওন মিয়া (১৭) ও অমিত হাসান (১৯)। শাওন মিয়া গাইবান্ধা সদর উপজেলার মালিবাড়ি গ্রামের মসজিদের পাড়া এলাকার লিটন মিয়ার ছেলে ও অমিত হাসান একই উপজেলার বর্মতল মালিবাড়ি গ্রামের নয়া মিয়ার ছেলে।

ওসি জানান, রোববার বেলা সাড়ে ১১টার দিকে বোয়ালি দারুল উলুম সিনিয়র মাদরাসা কেন্দ্রে আরবি প্রথম পত্র বিষয়ে দাখিল পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছিল। এ সময় সখের বাজার দাখিল মাদরাসার মমিনুল ইসলাম ও শহিদুল ইসলাম নামে দুজন পরীক্ষার্থীর পরিবর্তে শাওন মিয়া ও অমিত হাসান পরীক্ষায় অংশ নেয়। পরীক্ষায় প্রক্সি দেওয়ার বিষয়টি জানতে পেরে কেন্দ্রসচিব তাৎক্ষণিকভাবে তাদেরকে আটক করে থানা পুলিশের কাছে সোপর্দ করেন।

আটকদের বিরুদ্ধে থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.