× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ফেসবুকে নারী পরিচয়ে প্রতারণার অভিযোগে যুবক গ্রেফতার

ঠাকুরগাঁও প্রতিনিধি

১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩১ পিএম । আপডেটঃ ১৭ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩২ পিএম

ছবি: সংগৃহীত

সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ভারতীয় নারী পরিচয় দিয়ে কথা বলে বিভিন্ন মানুষের কাছে অর্থ হাতিয়ে নেওয়ার অপরাধে ঠাকুরগাঁওয়ে মো. আজিম খান ওরফে বিদ্যুৎ (৩৭) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ।

গতকাল শনিবার (১৭ ফেব্রুয়ারি) ঠাকুরগাঁও পুলিশ সুপার কার্যলয়ে এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।

গ্রেফতার আজিম খান ঠাকুরগাঁও পৌর শহরের নিশ্চিতপুর এলাকার আব্বাস আলীর ছেলে।

পুলিশ সুপার জানান, বিভিন্ন সময় ভারতীয় নারীর পরিচয়ে একাধিক ফেক ফেসবুক আইডি খুলে এদেশের বিশিষ্ট ব্যক্তিদের টার্গেট করে মেয়ের কণ্ঠে সম্পর্ক তৈরি করতো আজিম খান। এক পর্যায়ে সেই ব্যক্তিদের আপত্তিকর ভিডিও তৈরি করে মেসেঞ্জার ও হোয়াটসঅ্যাপে পাঠিয়ে ভাইরালের ভয় দেখিয়ে অর্থ হাতিয়ে নিতো।

বিষয়টি জেলা পুলিশ অবগত হলে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শনিবার (১৭ ফেব্রুয়ারি) ভোররাতে অভিযান চালিয়ে আজিম খান ওরফে বিদ্যুৎকে তার শ্বশুর বাড়ি থেকে গ্রেফতার করে। পরে তার কাছ থেকে ভারতীয় সিম ও বেশ কিছু মোবাইলফোন জব্দ করা হয়। এসময় জিজ্ঞাসাবাদে অপরাধের বিষয়টি স্বীকার করেন তিনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের কথা জানান পুলিশ সুপার।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.