পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলায় বাস ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে বাস চালকের মৃত্যু হয়েছে। চালকের নাম সুমন ইসলাম (৩০)। নিহত সুমন তয়েজ পরিবহনের বাস চালক হিসেবে কর্মরত ছিলেন।
আজ শনিবার (১৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার সদর ইউনিয়নের ফার্মগেট দোসীমানা এলাকায় দেবীগঞ্জ-ডোমার মহাসড়কে এই দুর্ঘটনাটি ঘটে। নিহত সুমন ইসলামের বাড়ি উপজেলার পামুলী ইউনিয়নের মাঝাডোবা শান্তিরহাট এলাকায়। তিনি ওই এলাকার হাসিবুল ইসলামের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঢাকা থেকে যাত্রীসহ তয়েজ পরিবহনের একটি বাস নিয়ে পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার বিজয় চত্বর এলাকায় আসেন চালক সুমন ইসলাম। পরে যাত্রী নামিয়ে পার্শ্ববর্তী নীলফামারী জেলা শহরের উদ্দেশ্যে রওনা হন। পরে দেবীগঞ্জের ফার্মগেট দোসীমানা এলাকায় পৌঁছালে পঞ্চগড়গামী একটি ট্রাকের সাথে বাসটির সংঘর্ষ হয়।
এসময় বাসের স্টারিংয়ের চাপ লেগে গুরুতর আহত হন চালক সুমন। চালকের সহকারী ও স্থানীয় লোকজনের সহযোগিতায় সুমনকে উদ্ধার করে দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এদিকে ঘাতক ট্রাকটি দ্রুতগতিতে পালিয়ে গেছে।
এবিষয়ে দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সরকার ইফতেখারুল মোকাদ্দেম বিষয়টি নিশ্চিত করে জানান, মরদেহের সুরতহাল শেষে পরিবারের আবেদনের প্রেক্ষিতে নিহতের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
ওসি আরও জানান, এ ঘটনায় থানায় একটি দুর্ঘটনা মামলা দায়ের করা হয়েছে। আমরা সিসি টিভি ফুটেজ দেখে ট্রাকটি শনাক্তের চেষ্টা করছি।