× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

মোংলা বন্দরে যুক্ত হলো নীল কমল ও জয়মণি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৮ এএম । আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০৮:১৯ এএম

ছবি: সংগৃহীত

মোংলা বন্দরে বিদেশি বাণিজ্যিক জাহাজ দ্রুত ও নিরাপদে জেটিতে ভিড়াতে যুক্ত হয়েছে নৌযান এমটি নীল কমল ও এমটি জয়মণি।

বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে নৌযান দুটির উদ্বোধন করেন বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান।

হংকংয়ের চিও লি শিপইয়ার্ডে নির্মিত নৌযান দুটি বুধবার দুপুরে বন্দরের ৮ নম্বর জেটিতে এসে পৌঁছে।

বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল শাহীন রহমান বলেন, ৭০ বোলার্ডের নৌযান যুক্ত হওয়ায় বন্দরের সক্ষমতায় নবদিগন্তের সূচনা হলো।

এ সময় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) ক্যাপ্টেন মো. আসাদুজ্জামান, পরিচালক শাহীনুর রহমান (প্রশাসন), প্রধান অর্থ ও হিসাবরক্ষণ কর্মকর্তা সিদ্দিকুর রহমান, সচিব কালাচাঁদ সিংহ (বোর্ড ও জনসংযোগ), প্রধান হাইড্রোগ্রাফার কমান্ডার রাসেল আহমেদ খান, প্রধান প্রকৌশলী (সিভিল ও হাইড্রোলিক) এবং উপসচিব (বোর্ড ও জনসংযোগ) মো. মাকরুজ্জামান উপস্থিত ছিলেন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.