× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

গাজীপুরে ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার, মহাসড়ক অবরোধ

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৫ এএম । আপডেটঃ ১৫ ফেব্রুয়ারি ২০২৪, ০১:৩৬ এএম

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর মহাসড়ক অবরোধ করে নেতা-কর্মীরা।

গাজীপুরের শ্রীপুরের মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে গ্রেপ্তারের পর মহাসড়ক অবরোধ করে, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ করেছেন তার সমর্থক নেতা-কর্মীরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) রাত ১১টার দিকে একটি কারখানার সীমানা প্রাচীর নির্মাণে বাধা দিয়ে চাঁদা দাবি ও অপহরণের মামলায় চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন (৫০) কে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছেন শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান।

জাহাঙ্গীর আলম খোকন সিংগারদিঘী গ্রামের মো. ইদ্রিস আলীর ছেলে। তাকে গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়লে বুধবার রাতেই তার হাজার হাজার নেতা-কর্মী ও সমর্থক ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাওনা পল্লী বিদ্যুৎ মোড় এলাকায় অবরোধ করেন।

তারা সড়কের কয়েকটি স্থানে টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন। শ্রীপুরের এসিল্যান্ড, শ্রীপুর থানা পুলিশ ও মাওনা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়েও তাদের মহাসড়ক থেকে সরিয়ে নিতে পারেননি।

পরে ছয় ঘণ্টা পর রাত সাড়ে ৪টার দিকে এসএসসি পরীক্ষার্থীদের যাতায়াতের সুবিধা বিবেচনা করে বৃহস্পতিবার দুপুর ২টা পর্যন্ত আন্দোলন স্থগিত রেখে মহাসড়ক ছাড়েন নেতা-কর্মীরা।

ওসি শাহ্ জামান বলেন, “মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. জাহাঙ্গীর আলম খোকনসহ আরও কয়েক জনের বিরুদ্ধে ফরচুন গ্রুপের কারখানার নির্মাণ কাজ বাধা দিয়ে চাঁদা দাবি ও কর্মচারীকে অপহরণের অভিযোগে মামলা করা হয়।

জাহাঙ্গীর আলমের ছেলে মিজানুর রহমান রায়হান অভিযোগ করে বলেন, আমার বাবাকে মিথ্যা সাজানো মামলায় গ্রেপ্তার করা হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্ত দাবি করে। তারা প্রকৃত অপরাধীর বিচার দাবি করছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.