× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ভালোবাসার দিনে গাইবান্ধায় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৫ পিএম । আপডেটঃ ১৩ ফেব্রুয়ারি ২০২৪, ২৩:৪৫ পিএম

ফাইল ছবি

আজ পহেলা ফাল্গুন। বসন্তের প্রথম দিন। সেইসঙ্গে বিশ্ব ভালোবাসা এবং সুন্দরবন দিবস। এই দিনে গাইবান্ধায় দেখা গেছে কালো মেঘের ঘনঘটা ও হিমেল হাওয়া। রাতে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। সঙ্গে ঘন কুয়াশা। সকাল থেকে শুরু হয় গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। শীতও অনুভূত হচ্ছে। এতে ফসলসহ আম-লিচুর মুকুলের ক্ষতির আশঙ্কা করছেন কৃষকরা।

বুধবার (১৪ ফেব্রুয়ারি) ভোর ৫টা থেকে গাইবান্ধা জেলার বিভিন্ন এলাকায় গুড়ি গুড়ি বৃষ্টি হয়। বৈরী আবহাওয়ার কারণে রাস্তা-ঘাট ও শহর-বন্দরে মানুষের উপস্থিতি ছিল কম।

গাইবান্ধা সদর উপজেলার কামারজানি এলাকার কৃষক মোখলেছুর রহমান বলেন, হঠাৎ করে সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি শুরু হয়েছে। আবহাওয়ার এমন আচরণে খেতের সবজি, ফসলসহ আম, লিচুর মুকুলের ক্ষতি হতে পারে।

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ বিভাগের উপ-পরিচালক খোরশেদ আলম বলেন,, গুঁড়ি গুঁড়ি বৃষ্টিপাতে কৃষকের তেমন ক্ষতি হবে না। তবে এটি যদি স্থায়িত্ব হয়, সেক্ষেত্রে কিছুটা ক্ষতি হওয়ার সম্ভাবনা রয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.