× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নওগাঁ-২ আসনে বিপুল ভোটে শহীদুজ্জামান সরকারের জয়

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১২ ফেব্রুয়ারি ২০২৪, ১২:১২ পিএম । আপডেটঃ ১২ ফেব্রুয়ারি ২০২৪, ২১:৩৭ পিএম

শহীদুজ্জামান সরকার। ফাইল ছবি

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া নওগাঁ-২ (পত্নীতলা-ধামইরহাট) আসনে আওয়ামী লীগ মনোনীত নৌকা মার্কার প্রার্থী মো. শহিদুজ্জামান সরকার বেসরকারিভাবে ঘোষিত ফলাফলে বিজয়ী হয়েছেন। এ নিয়ে টানা চতুর্থ মেয়াদে সংসদ সদস্য নির্বাচিত হলেন তিনি।

সোমববার (১২ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৯টায় নওগাঁ জেলা প্রশাসন কার্যালয় থেকে জেলা রিটার্নিং কর্মকর্তা গোলাম মাওলা বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন।

ঘোষিত ফলাফল অনুযায়ী, ১ লাখ ১৮ হাজার ৯৪১ ভোট পেয়েছেন শহিদুজ্জামান সরকার। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ট্রাক প্রতীকের স্বতন্ত্র প্রার্থী এইচ এম আখতারুল আলম পেয়েছেন ৭৪ হাজার ৩৮১ ভোট। দুই প্রার্থীর ভোটের ব্যবধান ৪৪ হাজার ৫৬০টি। 
এ ছাড়া জাতীয় পার্টির প্রার্থী অ্যাডভোকেট মো. তোফাজ্জল হোসেন লাঙ্গল প্রতীকে পেয়েছেন ৪ হাজার ৮৪ ভোট। অন্যদিকে আরেক স্বতন্ত্র প্রার্থী ঈগল প্রতীকে মো. মেহেদী মাহমুদ রেজা পেয়েছেন ১ হাজার ৪২৬ ভোট।
জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা গোলাম মওলা স্বাক্ষরিত ফলাফলে জানা যায়, ধামইরহাট ও পত্নীতলা উপজেলা নিয়ে গঠিত নওগা-২ আসনে মোট ভোটার ৩ লাখ ৫৬ হাজার ১৩২ জন। এর মধ্যে ১ লাখ ৯৮ হাজার ৮৬৫ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। মোট ভোট পড়েছে ৫৭ দশমিক ৪৮ শতাংশ।
প্রসঙ্গত, স্বতন্ত্র প্রাথী মো. আমিনুল হকের মৃত্যুজনিত কারণে আসনটিতে ভোটগ্রহণ স্থগিত করেছিল নির্বাচন কমিশন।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.