স্বতন্ত্র প্রার্থী ইস্যু নিয়ে চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের বর্ধিত সভায় হট্টগোল হয়েছে। তোপের মুখে পড়েছেন নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দিন। শনিবার অনুষ্ঠিত এক সভায় এ ঘটনা ঘটে।আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড কর্তৃক নৌকা প্রতীক পাওয়া দু'একজন প্রার্থীর বিরুদ্ধে স্বতন্ত্র প্রার্থীকে মদদদানের অভিযোগে মহানগর আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী ও সদস্যদের তোপের মুখে পড়েন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক সিটি মেয়র আজম নাসির উদ্দিন।
সভায় মহানগর আওয়ামী লীগের কার্যকরী পরিষদের সদস্য রোটারিয়ান ইলিয়াস যখন বলেন, মহানগরে আওয়ামী লীগের প্রার্থী দুজন। তখন অন্যান্য উপস্থিত নেতারা ক্ষোভে ফেটে পড়েন। তারা বলেন ব্যক্তি স্বার্থ ও ঈর্ষার বশবর্তী হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্যকে ভুলভাবে নেতাকর্মীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। এতে নেতাকর্মীরা বিভ্রান্ত হচ্ছেন। শেখ হাসিনা বলেছেন, ‘আমি যাকে সবচেয়ে বেশি যোগ্য মনে করেছি, তার হাতে নৌকা তুলে দিয়েছি। আপনারা তার পক্ষে কাজ করবেন। কিন্তু কেউ যদি নিজেকে যোগ্য মনে করেন তাহলে তিনি স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন।’ স্বতন্ত্র প্রার্থী হতে পারবেন আর স্বতন্ত্র প্রার্থী হবেন দুইটা ভিন্ন কথা। কেউ নিজের পায়ে কুড়াল মারতে পারবেন সেটা এক বিষয়। কিন্তু নিজের পায়ে কুড়াল মারবেন কিনা সেটা অন্য বিষয়।