× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

ইজতেমা ময়দানে ৬১‌ দেশের ৭৮৮৬ বিদেশি মেহমান

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৪:৩৩ এএম । আপডেটঃ ১০ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৬ এএম

ফাইল ছবি

টঙ্গীর তুরাগ তী‌রে চলমান ইজ‌তেমার দ্বিতীয় প‌র্বে শনিবার পর্যন্ত ৬১ দেশের ৭৮৮৬ জন বিদেশি মেহমান অংশ নিয়েছেন বলে গেছে। বি‌দে‌শি মেহমানের অংশগ্রহণ অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ইজ‌তেমা আ‌য়োজক ক‌মি‌টি।

শ‌নিবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ তথ্য নিশ্চিত করেন দ্বিতীয় পর্বের‌ মিডিয়া সমন্বয়ক মোহাম্মদ সায়েম। তিনি জানান, বিশ্ব ইজতেমায় আসা বিদেশি মেহমানদের জন্য বিশেষ ব্যবস্থা গ্রহণ করেছে ইজতেমা আ‌য়োজক ক‌মি‌টি।

আয়োজক কমিটি জানায়, বিদেশি মেহমানদের মধ্যে পশ্চিমবঙ্গের বাংলা ভাষার ২৪২৩ জন, উর্দু ২২৫৫ জন, ইংলিশ ২৪১৫ জন, আরব ৪৮৩ জন। এ ছাড়া ১৫০ জন বিদেশি ছাত্র এবং অন্যান্য ১৬০ জন।

এ ছাড়া ৬১টি দেশের মধ্যে ভারত, পাকিস্তান, কুয়েত, সৌদি আরব, শ্রীলঙ্কা, সুদান, আফগানিস্তান, জাপান, ওমান, কানাডা, মালয়েশিয়া, থাইল্যান্ড, ভিয়েতনাম, অষ্ট্রেলিয়া, ফ্রান্স, সিঙ্গাপুর, ইতালি, জর্দান ও যুক্তরাজ্য অন্যতম।

এদিকে বিদেশি মেহমানদের খিত্তা ঘিরে বিশেষ নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। বিদেশি খিত্তার পাশে পুলিশ, র‌্যাবসহ সব বাহিনীর উপনিয়ন্ত্রণ কক্ষ স্থাপন করা হয়েছে। এ ছাড়া বিশ্ব ইজতেমায় বিদেশি মেহমানদের থাকা-খাওয়া, যাতায়াত ও ভ্রমণের ওপর নজরদারি বাড়ানো হয়েছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.