× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নেত্রকোনায় সার্ভেয়ারের ওপর হামলা, গ্রেফতার ৩

নেত্রকোনা প্রতিনিধি

০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ এএম । আপডেটঃ ০৯ ফেব্রুয়ারি ২০২৪, ০৫:০৭ এএম

ছবি: সংগৃহীত

নেত্রকোনায় পূর্বধলায় খাস জমি মেপে চিহ্নিত করতে গেলে সার্ভেয়ার হাদিউল ইসলামের ওপর হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় সার্ভেয়ার হাদিউল ইসলাম বাদী হয়ে ২৩ জনের বিরুদ্ধে মামলা করেছে।

আজ শুক্রবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে মামলার তিন আসামিকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

এরআগে, বৃহস্পতিবার বিকেলে  উপজেলার বিশকাকুনী ইউনিয়নের নৈগাঁও গ্রামে এ ঘটনা ঘটে। 

গ্রেফতার ব্যক্তিরা হলেন, পূর্বধলা উপজেলার নৈগাঁও গ্রামের আব্দুল গফুরের ছেলে আব্দুর রহিম (৬৮), আগিয়া ইউনিয়নের আন্দা গ্রামের আ. হামিদের ছেলে আবুল হাসিম (৪৫) ও একই গ্রামের নিজাম উদ্দিন (৪৫)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে নৈগাঁও গ্রামে একটি খাস জমি চিহ্নিত করতে যান সার্ভেয়ার হাদিউল ইসলাম। এ সময় গ্রেফতার ব্যক্তিরা তাদের লোকজন নিয়ে বাধা দেয়। তাদের রুদ্ররুপের দৃশ্য মোবাইলে ভিডিও করতে শুরু করেন হাদিউল। তখন তাকে মারধর করে আহত করে। পরে খবর পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসার জন্য নিয়ে যায়। চিকিৎসা শেষে রাতে তিনি হামলাকারীদের বিরুদ্ধে  থানায় মামলা দায়ের করেন।

 উপজেলার সহকারী কমিশনার (ভূমি) নাজনীন আখতার জানান, একটি খাস হালটে ঘর উঠানোর অভিযোগে উপজেলা সার্ভেয়ার হাদিউল ইসলামকে সরেজমিন তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয়। বৃহস্পতিবার বিকেলে মাঠপর্যায়ে গেলে তার ওপর হামলা করে স্থানীয় কয়েকজন। খবর পেয়ে পুলিশ নিয়ে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। প্রাথমিক চিকিৎসা শেষে এ ঘটনায় তাকে মামলার নির্দেশ দেওয়া হয়।

পূর্বধলা থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় বৃহস্পতিবার রাতেই সার্ভেয়ার হাদিউল ইসলাম বাদী হয়ে ২৩ জনকে আসামি করে করেছেন। মামলার পরপরই অভিযান শুরু করে শুক্রবার দুপুর পর্যন্ত তিন আসামিকে গ্রেফতার করা হয়েছে। পরে বিকেলে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার অন্য আসামিদের গ্রেফতারে অভিযান চলছে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.