× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

বোন প্রেমে রাজি না হওয়ায় ভাইকে হত্যা, যুবক আটক

ন্যাশনাল ট্রিবিউন রিপোর্ট

০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৪ এএম । আপডেটঃ ০৮ ফেব্রুয়ারি ২০২৪, ১০:০৫ এএম

ছবি: সংগৃহীত

কক্সবাজারে বোন প্রেমে রাজি না হওয়ায় তাঁর ছোট ভাইকে (৫) অপহরণের পর পুকুরে ডুবিয়ে হত্যার অভিযোগে তারেক আজিজ নামে এক যুবককে গ্রেপ্তার করেছে র‌্যাব। 

বুধবার মধ্যরাতে সদর উপজেলার পিএমখালী ইউনিয়নের জুমছড়ি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তারেক (২৬) মধ্যম জুমছড়ির মোহাম্মদ আজিজের ছেলে। ১ ফেব্রুয়ারি সে চাচাতো ভাই মোহাম্মদ আবিদকে অপহরণের পর হত্যা করে বলে স্বীকার করেছে।

বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) র‌্যাব-১৫ কক্সবাজার ব্যাটালিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন শামীম। 

তিনি জানান, মধ্যম জুমছড়ির মোহাম্মদ ইসহাকের মেয়ের সঙ্গে দীর্ঘদিন সম্পর্ক গড়ার চেষ্টা করছিল তারেক। তাঁকে রাজি করাতে আবিদকে প্রায়ই সে চকলেট, আচারসহ বিভিন্ন খাবার কিনে দিত। কিন্তু শেষ পর্যন্ত বোন রাজি না হওয়ায় আবিদকে হত্যার পরিকল্পনা করে তারেক। 

র‌্যাব আরও জানায়, ১ ফেব্রুয়ারি বিকেলে বাড়ির পাশে খেলছিল আবিদ। চকলেট কিনে দেওয়ার কথা বলে তাকে ইজিবাইকে করে জুমছড়ির বাঁকখালী নদীপাড়ে নিয়ে যায়। সেখানে সন্ধ্যা পর্যন্ত আবিদের সঙ্গে খেলাধুলা করে তারেক। এক পর্যায়ে নদীপাড়ে গাছের সঙ্গে আবিদকে বেঁধে বাড়ি আসে।

তারেকের স্বীকারোক্তির বরাত দিয়ে র‌্যাবের এ কর্মকর্তা বলেন, সন্ধ্যার পরও আবিদ বাড়ি না আসায় স্বজনরা সন্ধান করতে থাকেন। সন্দেহ এড়াতে তারেকও তাদের সঙ্গে খুঁজতে শুরু করে। পরে রাতে নদীর পাড়ে গিয়ে আবিদের হাতের বাঁধন খুলে জুমছড়ি এলাকার একটি পুকুরে ডুবিয়ে হত্যার পর লাশ ভাসিয়ে দেয় সে। এর পর রাতে অজ্ঞাত নম্বর থেকে কল করে ৩ লাখ টাকা মুক্তিপণ না পেলে আবিদকে হত্যা করা হবে বলে মাকে জানায়। পরদিন সকালে ওই পুকুর থেকে আবিদের লাশ উদ্ধার করেন স্থানীয়রা।

মোহাম্মদ ইসহাক গত বুধবার অজ্ঞাতপরিচয় কয়েকজনের বিরুদ্ধে সদর থানায় মামলা করেন। পরে র্যা ব তদন্তে হত্যাকাণ্ডের সঙ্গে তারেকের সম্পৃক্ততা পেয়ে তাঁকে গ্রেপ্তার করে।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.