মিয়ানমারের অভ্যন্তরে চলমান সংঘর্ষের জেরে দেশটির সীমান্তরক্ষী বাহিনী বিজিপি ও সেনাসহ অন্যান্য বাহিনীর ৩৩০ জন বাংলাদেশে আশ্রয় নিয়েছেন। প্রশাসনিক সুবিধার কথা বিবেচনা করে তুমব্রু থেকে ১০০ জনকে টেকনাফের হ্নীলায় স্থানান্তর করা হয়েছে।
বৃহস্পতিবার (০৮ ফেব্রুয়ারি) বিকেলে বিজিবির তথ্য অফিসার শরিফুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, নতুন করে আরও ২ বিজিপি বাংলাদেশে আশ্রয় নিয়েছে। এ নিয়ে ৩৩০ জন বিজিপি আশ্রয় নেয়। এ ব্যাপারে পরবর্তী কার্যক্রম চলমান রয়েছে।
জানা যায়, স্থানান্তরিত এই ১০০ জনকে টেকনাফের হ্নীলার নীলা আদর্শ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে রাখা হবে।