গোপালগঞ্জের কোটালীপাড়ায় দেবরের লাঠির আঘাতে ফারজানা খাতুন (২৩) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন। বুধবার উপজেলার দক্ষিণ হিরণ গ্রামে এ ঘটনা ঘটে। নিহত ফারজানা কোটালীপাড়া উপজেলার দক্ষিণ হিরণ গ্রামের মৃত মিন্টু মোল্লার স্ত্রী।
কোটালীপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, বুধবার বিকেলে কোটালীপাড়া উপজেলায় টাকা ভাগ-বাটোয়ারা নিয়ে দেবর খালিদ মোল্লার সঙ্গে ভাবি ফারজানার কথা কাটাকাটি হয়। এর একপর্যায়ে দেবর ফারজানাকে লাঠি দিয়ে মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে গোপালগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে সন্ধ্যায় মারা যান ফারজানা।