× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পণ্যের পর্যাপ্ত সরবরাহ থাকলে কেউ মজুতদারি করতে পারবে না: বাণিজ্য প্রতিমন্ত্রী

টাঙ্গাইল প্রতিনিধি

২৭ জানুয়ারি ২০২৪, ০৩:১৪ এএম । আপডেটঃ ২৭ জানুয়ারি ২০২৪, ০৪:৪০ এএম

পণ্যের বাজার ব্যবস্থা উন্নত করার ওপর সরকার গুরুত্ব দিচ্ছে বলে জানিয়েছেন বাণিজ্য প্রতিমন্ত্রী আহসানুল ইসলাম টিটু। তিনি বলেন,‘পণ্যের যদি সরবরাহ পর্যাপ্ত থাকে, তবে কেউ মজুতদারি করতে পারবে না। এ বিষয়ে খাদ্য পণ্যের সরবহাহকারীদের সঙ্গে আমাদের কথা হয়েছে।’ শনিবার (২৭ জানুয়ারি) সকালে টাঙ্গাইলে যমুনা নদীর ভাঙন থেকে রক্ষকল্পে বাম তীর বরাবার ছয় কিলোমিটার দৈর্ঘ্য জিওব্যাগ দিয়ে  নদীর তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বাণিজ্য প্রতিমন্ত্রী বলেন, ‘রমজান মাসসহ বছরের ১২ মাস দেশের এক কোটি মানুষকে টিসিবির মাধ্যমে খাদ্য পণ্য সরবরাহ করা হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে নদী পারের মানুষকে রক্ষাকল্পে এ প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। নদীভাঙন প্রতিরোধে ২১ লাখের ওপরের জিওব্যাগ ফেলা হবে।’

নদী তীর প্রতিরক্ষামূলক কাজের উদ্বোধনী অনুষ্ঠানে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা, আওয়ামী লীগের স্থানীয় নেতা, জনপ্রতিনিধি ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে প্রতিমন্ত্রী যমুনা নদীর ভাঙন কবলিত এলাকা পরির্দশন করেন।



National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.