× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাহাড় থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্রসহ ৩ ‘আরসা সদস্য’ গ্রেপ্তার

কক্সবাজার প্রতিনিধি

২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ এএম । আপডেটঃ ২৫ জানুয়ারি ২০২৪, ০৬:৪৮ এএম

কক্সবাজারের উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পের গহিন পাহাড়ি এলাকা থেকে বিপুল সংখ্যক আগ্নেয়াস্ত্রসহ ৩ আরসা সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।  এ সময় তাদের কাছ থেকে ২২টি আগ্নেয়াস্ত্র, শতাধিক গোলাবারুদ ও ৪টি মাইন বোমা উদ্ধার করা হয়। বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সকালে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের পাশে লালপাহাড় থেকে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালি (র‍্যাব) অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে। র‍্যাব-১৫-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এইচএম সাজ্জাদ হোসেন এই তথ্য নিশ্চিত করেন।

গ্রেপ্তার আরসা সদস্য হলেন, গান গ্রুপ কমান্ডার ওসমান ওরফে মগবাগি ওসমান, নেছার ও ইমাম হোসেন।

র‍্যাব-১৫-এর অধিনায়ক জানান, গ্রেপ্তার তিন জনের মধ্যে ওসমান এক সময় মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে জড়িত  ছিলেন। তাদের সোর্স হিসেবে কাজ করতেন তিনি । পরে ২০২১ সালে আরসায় যোগ দিয়ে বাংলাদেশের আশ্রয় শিবিরে চলে আসেন। তার নেতৃত্বে গহিন লাল পাহাড়ে আরসার একটি গ্রুপ আস্তানা গড়ে তুলেছিল। ক্যাম্পে খুন, আধিপত্য বিস্তারসহ নানা অপরাধ করে আসছিল তারা৷ 

সাজ্জাদ হোসেন আরও বলেন, ‘জব্দ মাইন সদৃশ বোমাগুলো ক্যাম্পে নাশকতার কাজে ব্যবহার করা হতো৷ এই অভিযান অব্যাহত থাকবে।’ 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.