ময়মনসিংহের তারাকান্দায় ট্রাক-পিকআপের সংঘর্ষে পিকআপ চালকসহ তিন জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকালে ময়মনসিংহ-শেরপুর মহাসড়কে উপজেলা সদরের সরকারি হাসপাতালের সামনে এই দুর্ঘটনা ঘটে। তারাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়াজেদ আলী এই তথ্য নিশ্চিত করেন।
ওসি বলেন, ‘সকালে মহাসড়কের ওই জায়গায় ফুলপুরগামী আলু বোঝাই একটি ট্রাক ও ময়মনসিংহগামী পিকআপের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পিকআপ চালক কামরুল মিয়া নিহত হন। এছাড়া গুরুতর আহত পিকআপের আরও দুই যাত্রীকে দুর্ঘটনাস্থল থেকে ময়মনসিংহ মেডিকেলে নিয়ে গেলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।’