× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাটে নৌযান বন্ধ

মানিকগঞ্জ প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ২২:৪৫ পিএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৪, ২২:৪৫ পিএম

ঘনকুয়াশার কারণে সোমবার রাত সাড়ে ১২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজীরহাট নৌ-রুটে  ফেরি ও লঞ্চসহ সব ধরনের ইঞ্জিনচালিত নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। দুর্ঘটনা এড়াতে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ ফেরি চলাচল বন্ধ করে দেয়।  ঘাট এলাকায়। এতে  যানজটের সৃষ্টি হয় যা পাটুরিয়া ঘাট এলাকা থেকে চরের ডাঙ্গা পর্যন্ত প্রায় দুই কিলোমিটার পর্যন্ত ছড়িয়ে পড়ে। নদী পারাপারে যাত্রীদের শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হচ্ছে। 

পাটুরিয়া ঘাট এলাকায় ফেরি পারাপারের জন্য অপেক্ষায় থাকা সোহেল রানা নামে একজন জানান, সোমবার রাত একটার দিকে পাটুরিয়া ঘাটে আসেন। ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ থাকায় মঙ্গলবার সকাল ৮টায় নদী পার হতে পারেননি। 

ঢাকার গাবতলী ছেড়ে আসা কুষ্টিয়াগামী রয়েল বাসের চালক বলেন, সোমবার রাত ১০টার দিকে গাবতলী থেকে বাস ছেড়ে রাত পৌনে একটার দিকে পাটুরিয়া ঘাটে এসে ঘনকুয়াশায় আটকা পড়েছি। মঙ্গলবার সকাল ৮টায়ও নদী পার হতে পারিনি। 

আরিচা অফিসের বিআইডব্লিউটিসির এজিএম আব্দুস সালাম জানান, রাত সাড়ে ১২টার দিকে কুয়াশার ঘনত্ব বাড়তে থাকলে এ নৌ-রুটে ফেরি ও লঞ্চ চলাচল বন্ধ করে দেওয়া হয়। কুয়াশার ঘনত্ব কমতে থাকলে এ নৌ-পথে ফেরি ও লঞ্চ চলাচল স্বাভাবিক হবে। 

 

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.