× প্রচ্ছদ জাতীয় রাজনীতি অর্থনীতি সারাদেশ আন্তর্জাতিক খেলা বিনোদন ফিচার প্রবাস সকল বিভাগ
ছবি ভিডিও লাইভ লেখক আর্কাইভ

নাটোরে সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয় মঙ্গলবার বন্ধ থাকবে

নাটোর প্রতিনিধি

২২ জানুয়ারি ২০২৪, ০৮:৫১ এএম । আপডেটঃ ২২ জানুয়ারি ২০২৪, ০৮:৫২ এএম

ফাইল ফটো

নাটোরে তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকায় মঙ্গলবারও (২৩ জানুয়ারি) জেলার সব মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান স্থগিত করা হয়েছে।

সোমবার (২২ জানুয়ারি)  জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. গোলাম নবীর স্বাক্ষরিত এক চিঠিতে বলা হয়,বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের পূর্বাভাস অনুযায়ী ঈশ্বরদী, পাবনা সংলগ্ন লালপুর, নাটোরের তাপমাত্রা মঙ্গলবার (২৩ জানুয়ারি) অপরিবর্তিত ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে থাকবে বিধায় বিভাগীয় উপপরিচালক, প্রাথমিক শিক্ষা, রাজশাহী বিভাগ, রাজশাহী মহোদয়ের সাথে পরামর্শক্রমে নাটোর জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম একদিনের জন্য বন্ধ থাকবে। 

এ বিষয়ে উপজেলা শিক্ষা অফিসারগণকে প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের অনুরোধ করা হলো।জেলা শিক্ষা কর্মকর্তা মো. শাহাদুজ্জামান ঢাকা মেইলকে জানান, আবহাওয়া অধিদপ্তরের পূর্ণবাস অনুসারে নাটোরের তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে অপরিবর্তিত রয়েছে। 

পরে জেলা প্রশাসক স্যারের সঙ্গে আলোচনার মাধ্যমে দ্বিতীয় দিন জেলার সকল প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের স্কুল-মাদরাসা একদিন বন্ধ ঘোষণা করা হয়েছে। পরবর্তীতে দিনেও যদি তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে তাহলে পুনরায় শিক্ষাপ্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হবে বলে জানান তিনি।

National Tribune

সম্পাদক ও প্রকাশক: আনোয়ার হোসেন নবীন

যোগাযোগ: +880244809006

ই-মেইল: [email protected]

ঠিকানা: ২২০/১ (৫ম তলা), বেগম রোকেয়া সরণি, তালতলা, আগারগাঁও, পশ্চিম কাফরুল, ঢাকা-১২০৭

আমাদের সঙ্গে থাকুন

© 2025 National Tribune All Rights Reserved.