টাঙ্গাইলে চলতি বছরের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে। সোমবার (২২ জানুয়ারি) জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ৮.৯ ডিগ্রি সেলসিয়াস। ফলে আগামীকাল মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ঘোষণা দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে জেলা শিক্ষা অফিসার রেবেকা সুলতানা বলেন, ‘জেলায় তাপমাত্রা ১০ ডিগ্রির নিচে নামায় আগামীকাল মঙ্গলবার শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান বন্ধ ঘোষণা করা হয়েছে। মঙ্গলবারের আবহাওয়া পর্যবেক্ষণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।’
টাঙ্গাইল জেলা প্রশাসক কায়ছারুল ইসলাম বলেন, ‘আগামীকাল মঙ্গলবার জেলার সব প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে। তবে কলেজ পর্যায়ের শিক্ষা কার্যক্রম চলবে।’
জেলা শিক্ষা অফিস সূত্র জানায়, প্রাথমিকে জেলায় মোট ১ হাজার ২৩টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এসব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ৩২ হাজার। মাধ্যমিক ৮২৪ টি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। এ সব শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী রয়েছে ৪ লাখ ২৪ হাজার ৯৬৩ জন।
আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, কয়েক দিন ধরে টাঙ্গাইলের তাপমাত্রা কমেছে। সোমবার টাঙ্গাইলের সর্বনিম্ন তাপমাত্রা ছিলো ৮.০৯ ডিগ্রি সেলসিয়াস।
টাঙ্গাইল আবহাওয়া অধিদপ্তরের ইনচার্জ জামাল উদ্দিন বলেন, ‘দিন দিন টাঙ্গাইলের তাপমাত্রা কমছে। আগামী কয়েকদিন তাপমাত্রা এ অবস্থায় থাকবে।’